কুয়াশা ভেদ করে নতুন বই হাতে বসুন্ধরা শুভসংঘের স্কুলের শিশুদের আনন্দমুখর উচ্ছ্বাস।
কুয়াশার চাদর ভেদ করে একদল উচ্ছ্বসিত কোমলমতি শিশু ছুটে চলছে নতুন বই হাতে পাওয়ার আশায়। পটুয়াখালীর দশমিনা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চর বোরহান গ্রামে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে এই দৃশ্যের সাক্ষী হয়ে উঠেছে সকালের আলো। স্কুলমুখী এই শিশুদের দেখে তাদের মায়েরাও আর ঘরে বসে থাকতে পারেননি। সকালটা পরিণত হয় মা ও শিশুদের প্রাণবন্ত মিলনমেলায়।
আজ রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় চর বোরহান বসুন্ধরা শুভসংঘ স্কুলের হলরুমে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ অনুষ্ঠানে এমনই এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
শিশুদের উচ্ছ্বাস আর কোলাহলে পুরো পরিবেশটি যেন উৎসবে পরিণত হয়। তাদের সঙ্গে অভিভাবকরাও হাসিমুখে কুশল বিনিময় ও গল্পে মেতে ওঠেন, যা এক অনন্য ভালোলাগার আবহ সৃষ্টি করে।
স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সোহাগী বলে, "সবার আগে আমি নতুন বই নিব। তাই আগেই স্কুলে চলে এসেছি। এসে দেখি, সবাই স্কুলে! নতুন বইয়ের ঘ্রাণটা আমার খুব ভালো লাগে।"
তার সহপাঠী মিরাজও কম যায় না। সে বলে, "মাকে বলেছি, ভোরেই ঘুম থেকে তুলে দিতে। আজ নতুন বই আনতে আসব বলে।"
আরোও পড়ুন