বিজয় দিবসে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
বিজয় দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে সংগঠনটি দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) রাতে সংগঠনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসানের পাঠানো এক বার্তায় এই কর্মসূচিগুলোর বিস্তারিত জানানো হয়।
বার্তায় বলা হয়, ১৬ ডিসেম্বর সকালে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় র্যালির জমায়েত অনুষ্ঠিত হবে। র্যালিটি আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হবে। এতে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং সর্বস্তরের ছাত্র ও নাগরিকরা অংশ নেবেন।
এছাড়া, ওই দিন সন্ধ্যা মাগরিবের পর বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের শহীদদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।