অটো চালকদের অবরোধে বাস ও ট্রেন চলাচল বন্ধ, গণমাধ্যমের গাড়ি ভাঙচুর।
রাজধানীর সড়কে অটোরিকশা চালানোর দাবিতে আন্দোলনে নেমেছেন অটোরিকশা চালকরা। কোথাও আন্দোলন শান্তিপূর্ণভাবে শেষ হলেও, কিছু এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আন্দোলনের সময় এস কে এস টাওয়ারে ভাঙচুর চালানো হয় এবং নিউজ টোয়েন্টিফোরের গাড়িতে হামলা করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় হামলা ও ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরে যেতে বললে তারা পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়ে। এ সময় মহাখালীতে রেললাইন অবরোধ করে রাখায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
মহাখালী, আগারগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, ডেমরা, যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চালকরা গাছ, দড়ি এবং ইট ফেলে সড়ক অবরোধ করেন। তাদের দাবি, প্রধান সড়কে না হলেও পাড়া-মহল্লার অলিগলিতে অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে।
তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির জানান, দুপুরে আগারগাঁওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে কিছু সংখ্যক আন্দোলনকারী সরে যায়।