সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদকে আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আওয়ামী লীগ সরকারের ১৩ মন্ত্রী, সংসদ সদস্য ও আমলাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সোমবার তাঁদের গ্রেপ্তার দেখানো হতে পারে।
আজ সকাল ১০টায় ঢাকার পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে তাঁদের হাজির করা হয়। তাঁদের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, জুনাইদ আহমেদ, কামাল আহমেদ মজুমদার এবং সাবেক সংসদ সদস্য শাজাহান খান।