ডাকাতির পর অপহরনকৃত শিশুটিকে উদ্ধার।
অপহরণকৃত শিশুঢাকার আজিমপুরে একটি বাসায় ডাকাতির পর আট মাস বয়সী এক শিশুকে অপহরণের ঘটনা ঘটে। তবে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সকালে র্যাব এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর আজিমপুরের ওই বাসায় ভাড়াটিয়ার আত্মীয় সেজে প্রবেশ করেন দুই ব্যক্তি। তারা বাসার মালপত্রসহ শিশুটিকেও নিয়ে যান। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ডাকাতির শিকার বাসার গৃহকর্ত্রী ফারজানা আখতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে কর্মরত। তিনি এবং তার স্বামী আবু জাফর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালের কর্মী। তারা লালবাগের ১২/আই নম্বর বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
জানা গেছে, ফ্ল্যাটের একটি কক্ষ খালি থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়া এক তরুণীকে সাবলেট দেওয়া হয়। তরুণী বৃহস্পতিবার রাতে বাসায় ওঠেন। পরদিন শুক্রবার সকালে তিনি জানান, তার ভাই আসবেন। সকাল ৯টার দিকে দরজায় কড়া নাড়লে ফারজানা দরজা খুলে দেন। তখনই সুযোগ বুঝে দুই ব্যক্তি বাসায় ঢুকে পড়ে।
তারা বাসায় ঢুকেই ফারজানাকে ধাক্কা দিয়ে তার স্বামীকে একটি কক্ষে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে দেয়। পরে তরুণীসহ তারা তিনজন মিলে বাসা তছনছ করে। তিন-চার ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তারা দম্পতির আট মাস বয়সী শিশু জাইফাকেও অপহরণ করে।